বাংলাদেশ জামায়াতে ইসলামী মহান বিজয় দিবস উপলক্ষে তিন দিনব্যাপী অনুষ্ঠানমালা ঘোষণা করেছে। দলটির পক্ষ থেকে শুক্রবার এ কর্মসূচি প্রকাশ করা হয়।
প্রস্তুতি অনুযায়ী, শহীদ বুদ্ধিজীবী দিবস থেকে শুরু করে বিজয় দিবস পর্যন্ত রাজধানীজুড়ে আলোচনাসভা,
শোভাযাত্রা ও যুব ম্যারাথন আয়োজন করা হবে।
কর্মসূচির মধ্যে রয়েছে: ১৪ ডিসেম্বর: শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন হলে আলোচনাসভা অনুষ্ঠিত হবে। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। ১৫ ডিসেম্বর: রাজধানীর আইডিইবি ভবনে আলোচনাসভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। ১৬ ডিসেম্বর: বিজয় দিবসের মূল আয়োজন হিসেবে যুব ম্যারাথন ও যুব শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। শোভাযাত্রা সকাল ৭টায় সোহরাওয়ার্দী উদ্যান থেকে শুরু হয়ে শাহবাগ, কাঁটাবন, সায়েন্স ল্যাব, কলাবাগান হয়ে মানিক মিয়া এভিনিউতে শেষ হবে। শোভাযাত্রায় নেতৃত্ব দেবেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। দলটি দেশজুড়ে আলোচনাসভা, শোভাযাত্রা ও দোয়ার মাধ্যমে বিজয় দিবস উদযাপনের জন্য সকল শাখা সংগঠন ও সাধারণ জনগণকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে।
মহান বিজয় দিবসে জামায়াতের তিন দিনব্যাপী কর্মসূচি
