প্রতিকী সংগৃহীত ছবি
জুলুম একটি আরবি শব্দ। এর অর্থ অত্যন্ত ব্যাপক ও বিস্তৃত। সাধারণ অর্থে জুলুম বলতে বোঝায় অবিচার, নির্যাতন ও নিপীড়ন। তবে শরিয়তের পরিভাষায় জুলুমের অর্থ আরও গভীর। শরিয়ত অনুযায়ী, কোনো কিছুকে তার উপযুক্ত স্থান থেকে সরিয়ে অনুপযুক্ত স্থানে ব্যবহার করাই হলো জুলুম। আর যে ব্যক্তি জুলুম করে, তাকে বলা হয় জালিম। জুলুমের বহু রূপ রয়েছে। এর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ও ভয়ংকর জুলুম হলো অন্যায়ভাবে কাউকে আঘাত করা কিংবা হত্যা করা। ইসলামী শরিয়তের দৃষ্টিতে এটি চরম ঘৃণিত অপরাধ। কুরআন ও হাদীসে স্পষ্টভাবে বলা হয়েছে—যারা এ ধরনের জুলুমে লিপ্ত হয়, তাদের পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ।
আল্লাহ তায়ালা একজন মুমিনের জীবন, সম্পদ ও সম্মানকে অন্য মুমিনের জন্য সম্পূর্ণভাবে হারাম করেছেন। কোনো মানুষের জান, মাল কিংবা ইজ্জত-আবরু বিনষ্ট করার অধিকার কাউকে দেওয়া হয়নি। এ প্রসঙ্গে দয়াল নবীজি রাসূলে পাক (ﷺ) ইরশাদ করেছেন—
كُلُّ الْمُسْلِمِ عَلَى الْمُسْلِمِ حَرَامٌ، دَمُهُ وَمَالُهُ وَعِرْضُهُ
একজন মুসলমানের উপর অন্য মুসলমানের জান, মাল ও সম্মান হারাম। (সহিহ মুসলিম: ২৫৬৪) শরিয়ত যাদের হত্যা করার অনুমতি দেয়নি, তাদের অন্যায়ভাবে হত্যা করা সম্পর্কে আল্লাহ তায়ালা কুরআনে কঠোর ভাষায় সতর্ক করেছেন। তিনি বলেন—
مِنْ أَجْلِ ذَٰلِكَ كَتَبْنَا عَلَىٰ بَنِي إِسْرَائِيلَ أَنَّهُ مَن قَتَلَ نَفْسًا بِغَيْرِ نَفْسٍ أَوْ فَسَادٍ فِي الْأَرْضِ فَكَأَنَّمَا قَتَلَ النَّاسَ جَمِيعًا ۖ وَمَنْ أَحْيَاهَا فَكَأَنَّمَا أَحْيَا النَّاسَ جَمِيعًا ۚ
যে ব্যক্তি অন্যায়ভাবে কাউকে হত্যা করল, সে যেন সমগ্র মানবজাতিকে হত্যা করল। আর যে একজন মানুষের প্রাণ রক্ষা করল, সে যেন সমগ্র মানবজাতির প্রাণ রক্ষা করল। (সুরা আল-মায়িদা: ৩২)
এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যায়—আল্লাহ তায়ালা মানুষের জীবনকে কত উচ্চ মর্যাদা দিয়েছেন। শুধু জীবনই নয়, বরং মানুষের সম্মান ও নিরাপত্তাকেও তিনি সংরক্ষিত করেছেন। মুমিনের মর্যাদা বোঝাতে প্রিয় নবীজি রাসূলে (ﷺ) একতিক জায়গায় সতর্ক করেছেন। হজরত ইবনে উমর (রা.) থেকে বর্ণিত—
أَنْتِ عَظِيمَةٌ وَحُرْمَتُكِ عَظِيمَةٌ، وَالْمُؤْمِنُ أَعْظَمُ حُرْمَةً عِنْدَ اللَّهِ مِنْكِ (কাবাঘরের দিকে তাকিয়ে তিনি বলেন) তোমার সম্মান কত মহান! কিন্তু আল্লাহর কাছে একজন মুমিনের সম্মান তোমার থেকেও বেশি। (তিরমিজি: ২০৩২)
আরেক হাদীসে প্রিয় নবীজি রাসূলে (ﷺ) বলেছেন
لَزَوَالُ الدُّنْيَا أَهْوَنُ عِنْدَ اللَّهِ مِنْ قَتْلِ مُسْلِمٍ بِغَيْرِ حَقٍّ
আল্লাহর কাছে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাওয়া একজন মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করার চেয়েও তুচ্ছ।
(সুনানে নাসায়ি: ৩৯৮৭) এমন বহু হাদীস রয়েছে যেখানে মুমিনের দুনিয়া ও আখিরাতের মর্যাদা স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। যারা অন্যায়ভাবে মানুষের সম্মান নষ্ট করে কিংবা হত্যা করে, তাদের বিষয়ে প্রিয় নবীজি রাসূলে (ﷺ) বলছেন– سِبَابُ الْمُسْلِمِ فُسُوقٌ، وَقِتَالُهُ كُفْرٌ
একজন মুসলমানকে গালি দেওয়া গুনাহ, আর তার সঙ্গে মারামারি করা কুফরির কাজ।(সহিহ মুসলিম: ১২৫) জুলুমের ভয়াবহ পরিণতি সম্পর্কে রাসূলুল্লাহ ﷺ আরও বলেছেন— اتَّقُوا الظُّلْمَ، فَإِنَّ الظُّلْمَ ظُلُمَاتٌ يَوْمَ الْقِيَامَةِ
জুলুম থেকে বেঁচে থাকো। কেননা কিয়ামতের দিনে জুলুম ভয়ংকর অন্ধকাররূপে প্রকাশ পাবে। (সহিহ মুসলিম: ২৫৭৮)