ছবি:সংগৃহীত
ব্রিটেনে নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে প্রায় এক কোটি উপর মুসলিম। বাংলাদেশ, ভারত ও পাকিস্তানি বংশোদ্ভূতরা সবচেয়ে বেশি প্রভাবিত যুক্তরাজ্যে প্রায় এক কোটি মুসলিম নাগরিক ব্রিটিশ নাগরিকত্ব হারানোর সম্ভাবনার মুখে রয়েছে। অধিকাংশেই তারা বাংলাদেশ, ভারত এবং পাকিস্তান বংশোদ্ভূত। দেশটির সরকার নাগরিকত্ব বাতিল করার ‘গোপন ও বিস্তৃত’ ক্ষমতা ব্যবহার করে এই ঝুঁকি তৈরি করেছে। মিডল ইস্ট আই অনুসারে, নাগরিক অধিকার নিয়ে কাজ করাঅলাভজনক প্রতিষ্ঠান রানিমিড ট্রাস্ট এবং আন্তর্জাতিক আইনজীবী সংগঠন রিপ্রিভ যৌথভাবে এই গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ৯০ লাখ ব্রিটিশ নাগরিক স্বরাষ্ট্রমন্ত্রীর এই ক্ষমতার কারণে তাদেরনাগরিকত্ব হারাতে পারেন। এ সংখ্যা ব্রিটেনের মোট জনসংখ্যার প্রায় ১৩ শতাংশের সমান।গবেষণায় দেখা গেছে, দক্ষিণ এশিয়া, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকার সাথে সংযোগ থাকা নাগরিকরা সবচেয়ে বেশি ঝুঁকিতে। বিশেষকরে পাকিস্তান, বাংলাদেশ, সোমালিয়া, নাইজেরিয়া, উত্তর আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের সঙ্গে সম্পর্কযুক্ত নাগরিকদের ওপর এই ব্যবস্থা বেশি প্রভাব ফেলছে। বিশ্লেষকরা মনে করেন, এই নিয়ম মুসলিম সম্প্রদায়ের জন্য একটি পদ্ধতিগত হুমকি তৈরি করছে।বর্তমান আইন অনুযায়ী, যদি সরকার মনে করে কেউ অন্য দেশের নাগরিকত্ব পাওয়ার যোগ্য, তবে ওই ব্যক্তি সেই দেশে না থাকলেও বা নিজেকে সেই দেশের নাগরিক মনে না করলেও তার ব্রিটিশ নাগরিকত্ব বাতিল করা যেতে পারে।রিপ্রিভের কর্মকর্তা মায়া ফোয়া বলেন, “আগের সরকার রাজনৈতিক সুবিধার জন্য নাগরিকত্ব বাতিল করেছে, আর বর্তমান সরকার এই ক্ষমতাগুলো আরও সম্প্রসারণ করছে। ৯০ লাখ মানুষের নাগরিকত্ব বাতিলের সম্ভাবনা নিছক গুজব নয়—এটি গভীর উদ্বেগের বিষয়।”রানিমিড ট্রাস্টের প্রধান শাবনা বেগমও বলেন, “নাগরিকত্ব একটি মৌলিক অধিকার, সুবিধা নয়। কিন্তু বর্তমান দ্বিস্তরীয় ব্যবস্থা পরিবার বা প্রজন্ম যত বড় হোক না কেন, নাগরিকত্ব বাতিলের ঝুঁকি তৈরি করছে। এটি বিশেষভাবে ব্রিটেনের মুসলিম সম্প্রদায়কে প্রভাবিত করছে।”গবেষণায় আরও দেখা গেছে, ভারতের সঙ্গে সংযুক্ত প্রায় ৯ লাখ ৮৪ হাজার, পাকিস্তানের ৬ লাখ ৭৯ হাজার এবং বাংলাদেশের প্রায় ৩৩ লাখ নাগরিক সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন।ব্রিটিশ স্বরাষ্ট্র দপ্তর এই সংক্রান্ত মন্তব্যে কোনো প্রতিক্রিয়া দেয়নি।
ব্রিটেনে নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে কোটির উপরে মুসলিম
