নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টাব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, দায়িত্ব নেওয়ার পর তিনি যেসব মন্ত্রণালয়ে কাজ করেছেন, প্রতিটিতেই ব্যাপক দুর্নীতির চিত্র দেখতে পেয়েছেন। তাঁর ভাষায়, এই দুর্নীতির বিস্তার এতটাই গভীর যে তা এক রাতের মধ্যে দূর করা সম্ভব নয়। তবে তিনি জানান, অনেক দুর্নীতিবাজ ও প্রভাবশালী চক্রকে সরানো হয়েছে, যদিও বর্তমানে আবার নতুন কিছু চক্রের তৎপরতার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। রোববার (১৪ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নগরিক প্ল্যাটফর্মের উদ্যোগে আয়োজিত ‘বাংলাদেশ রিফর্ম ট্র্যাকার’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে গণমাধ্যম সংস্কার কমিশনের চেয়ারম্যান কামাল আহমেদ অভিযোগ করেন, কমিশনের পক্ষ থেকে প্রস্তাবিত শতাধিক সুপারিশের একটিও এখন পর্যন্ত বাস্তবায়ন করা হয়নি। তিনি বলেন, সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের জন্য কমিশন একটি খসড়া প্রস্তুত করে দিলেও সরকার কোনো সুস্পষ্ট কারণ না জানিয়ে সেটি বাতিল করেছে। এ ছাড়া তিনি উল্লেখ করেন, একটি স্থায়ী ও স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের প্রস্তাবও গ্রহণ করা হয়নি। তার পরিবর্তে সরকারনির্ভর ও কার্যকারিতা প্রশ্নবিদ্ধ প্রেস কাউন্সিল পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে, যা গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে যথেষ্ট নয় বলে তিনি মন্তব্য করেন।
