ছবি: সংগৃহীত
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা–৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে লক্ষ্য করে গুলিবর্ষণের ঘটনায় একটি মামলা হয়েছে। রোববার দিবাগত রাতে রাজধানীর পল্টন থানায় মামলাটি দায়ের করা হয়।সোমবার সকাল ৬টা ৪০ মিনিটে পল্টন থানার ডিউটি অফিসার উপ-সহকারী পরিদর্শক (এএসআই) রকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গুলির ঘটনায় থানায় মামলা নথিভুক্ত হয়েছে। তবে মামলার বাদীর নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তিনি আরও জানান, ভুক্তভোগীর এক আত্মীয় মামলার বাদী হয়েছেন। মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে পল্টন থানার পরিদর্শক (অপারেশন) ইয়াসিন মিয়াকে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণার পরদিন শুক্রবার দুপুরে পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে ওসমান হাদি গুলিবিদ্ধ হন। ঘটনার পর দুইজনকে হামলাকারী হিসেবে শনাক্ত করা হয়েছে। তারা হলেন ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেন। এ ঘটনায় প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানের স্ত্রী, শ্যালক ও এক বান্ধবীকে আটক করেছে র্যাব। র্যাব সদর দপ্তরের গণমাধ্যম শাখার সূত্র জানায়, ফয়সালের স্ত্রী সামিয়া, শ্যালক শিপু এবং বান্ধবী মারিয়াকে ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয়। পরে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, মোটরসাইকেলে থাকা দুই ব্যক্তি ওসমান হাদিকে গুলি করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। মাথায় গুলিবিদ্ধ অবস্থায় তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের মতে, তার অবস্থা এখনও আশঙ্কাজনক। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, উন্নত চিকিৎসার জন্য আজ দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে ওসমান হাদিকে সিঙ্গাপুরে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির গুলিবিদ্ধের ঘটনায় মামলা
