বাংলাদেশের অপরাধ জগতের বহুল আলোচিত ও কুখ্যাত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন, যিনি মোহাম্মদ ফতেহ আলী নামেও পরিচিত, আবারও আলোচনার কেন্দ্রে। এবার আলোচনায় এসেছে তার কন্যা সাবিনা ইয়াছমিনসিনথিয়া। র্যাব তাকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটকের সামনে থেকে আটক করেছে।সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে র্যাব-১১ সিপিসি-২-এর একটি দল গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সাবিনা ইয়াছমিন সিনথিয়াকে হেফাজতে নেয়।বিষয়টি নিশ্চিত করে র্যাব-১১সিপিসি-২-এর কোম্পানি কমান্ডার সাদমান ইবনে আলম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষেতাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এর আগে নিরাপত্তা ও প্রশাসনিক বিবেচনায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। সূত্র জানায়, গত ৫ ডিসেম্বর ২০২৫ দুপুরে এই স্থানান্তর কার্যকর হয়। সুব্রত বাইনের বয়স ৬১ বছর। তার পিতা বিপুল বাইন ওরফে আব্দুল আলীম এবং তার বাড়ি বরিশাল জেলার আগৈলঝরা থানার জুবারপাড়া এলাকায়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্র জানায়, অপরাধ জগতের অর্থনৈতিক লেনদেন, যোগাযোগ ব্যবস্থা এবং পলাতক সহযোগীদের সহায়তার সঙ্গে সাবিনা ইয়াছমিন সিনথিয়ার কোনো সম্পৃক্ততা রয়েছে কি না—তা খতিয়ে দেখা হচ্ছে।
উল্লেখযোগ্য যে, ২০০১ সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশের ২৩ জন শীর্ষ সন্ত্রাসীকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করেছিল। সেই তালিকায় সুব্রত বাইন অন্যতম ছিলেন। একই বছরে তার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর গ্রেপ্তার এড়াতে তিনি ২০০৩ সালে দেশ ছেড়ে ভারতে চলে যান। সেখানে তিনি ব্যবসায় জড়িয়ে পড়েন, জমি কেনেন এবং আবাসন গড়ে তোলেন। ২০০৮ সালের ১১ অক্টোবর কলকাতা পুলিশের হাতে গ্রেপ্তার হলেও তিনি জামিনে মুক্তি পেয়ে আবার আত্মগোপনে চলে যান।পরবর্তীতে ২০০৯ সালের ২২ সেপ্টেম্বর কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের ধাওয়ার মুখে তিনি নেপালের কাকরভিটা এলাকায় পালিয়ে যান এবং সেখানে নেপালি পুলিশের হাতে আটক হন। প্রকাশ্যে অসদাচরণের অভিযোগে তাকে প্রথমে ভাদ্রপুর জেল ও পরে ঝুমকা কারাগারে পাঠানো হয়।২০১২ সালের ৮ নভেম্বর ঝুমকা কারাগার থেকে এক দুঃসাহসিক পলায়নের ঘটনায় সুব্রত বাইন আবার আলোচনায় আসেন। বাঁশ কাটার ধারালো চাকু ব্যবহার করে দীর্ঘ সুড়ঙ্গ তৈরি করে তিনি আরও ১০ জন বন্দির সঙ্গে রাতের আঁধারে কারাগার থেকে পালিয়ে যান।
র্যাবের অভিযানে আটক শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের কন্যা
