ছবি: সংগৃহীত
রাজধানীর হাজারীবাগ এলাকায় একটি নারী হোস্টেল থেকে এক নারী রাজনৈতিক নেত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম জান্নাত আরা রুমী (৩২)। তিনি ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)-এর ধানমন্ডি শাখার নারী নেত্রী ছিলেন বলে জানা গেছে। বৃহস্পতিবার সকালে জিগাতলা এলাকার জান্নাত নারী হোস্টেলের পঞ্চম তলার একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ জানায়, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে এটি নিশ্চিত করতে বিস্তারিত তদন্ত চলছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। নিহত জান্নাত আরা রুমীর বাবার নাম মো. জাকির হোসেন। পুলিশ বলছে, তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
হাজারীবাগে এনসিপি নেত্রীর লাশ উদ্ধার
