ছবি: সংগৃহীত
বাংলাদেশের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সৌদি আরবের বিভিন্ন স্থানে অনুমতি ছাড়া সভা-সমাবেশ ও রাজনৈতিক প্রচার চালানোর ঘটনায়কয়েকজন বাংলাদেশি নাগরিককে আটক করেছে রিয়াদ প্রশাসন। এ প্রেক্ষাপটে সৌদি আরবে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সতর্ক করেছে বাংলাদেশ দূতাবাস। বুধবার (১৭ ডিসেম্বর) রাতে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে দূতাবাস জানায়, সম্প্রতি সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে হলরুম ভাড়া করে, হোটেল-রেস্তোরাঁ ও ব্যক্তিগত বাসাবাড়িতে
অনুমোদনহীনভাবে বিভিন্ন সংগঠনের ব্যানারে নির্বাচনী সভা আয়োজন, দলগত রাজনৈতিক প্রচারণা পরিচালনা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর ও
আইনবিরোধী তথ্য ছড়ানোর অভিযোগে কয়েকজন বাংলাদেশিকে আটক করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সৌদি আরব-এর আইন অনুযায়ী দেশটির অভ্যন্তরে যেকোনো রাজনৈতিক কর্মকাণ্ড, সভা-সমাবেশ কিংবা প্রচার-প্রচারণা চালাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পূর্বানুমতি গ্রহণ করা বাধ্যতামূলক। এসব বিধান অমান্য করলে কঠোর আইনি ব্যবস্থার মুখে পড়তে হতে পারে।
এই পরিস্থিতিতে সৌদি আরবে অবস্থানরত সব প্রবাসী বাংলাদেশিকে সৌদি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো ধরনের সভা-সমাবেশ আয়োজন, রাজনৈতিক কার্যক্রমে অংশগ্রহণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপরাধমূলক বা বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে দূতাবাস। একই সঙ্গে দেশটিতে বসবাসরত প্রবাসীদের স্থানীয় আইন-কানুন ও বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ করার আহ্বানও জানানো হয়েছে।
সূত্রঃ যুগান্তর
সৌদিতে নির্বাচনি সভা করায় কয়েকজন বাংলাদেশি আটক
