ছবি: সংগৃহীত
গাজায় সংঘটিত সম্ভাব্য যুদ্ধাপরাধ তদন্ত বন্ধের দাবিতে ইসরায়েলের করা আপিল খারিজ হওয়ার পরআন্তর্জাতিক অপরাধ আদালতের (International Criminal Court) দুই বিচারকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এ তথ্য জানিয়েছে Middle East Eye।
বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই নিষেধাজ্ঞার ঘোষণা দেওয়া হয়। নিষেধাজ্ঞার তালিকায় থাকা বিচারকরা হলেন— জর্জিয়ার নাগরিক গোচালর্ডকিপানিদজে এবং মঙ্গোলিয়ার বিচারক এরদেনেবালসুরেন দামদিন। তারা দুজনই আইসিসির আপিল চেম্বারের সদস্য।এর আগে, সোমবার আপিল চেম্বারের অধিকাংশ বিচারক রায়ে বলেন— ২০২৩ সালের ৭ অক্টোবরের পর গাজায় সংঘটিত অপরাধ তদন্ত অবৈধ— ইসরায়েলের এমন দাবি গ্রহণযোগ্য নয়। আদালতের এই সিদ্ধান্তকে ফিলিস্তিন-সংক্রান্ত তদন্তের ক্ষেত্রে একটি বড় অগ্রগতি হিসেবে বিবেচনা করা হচ্ছে। এই তদন্তের ধারাবাহিকতায় গত বছরের নভেম্বরে ইসরায়েলের প্রধানমন্ত্রী Benjamin Netanyahu এবং তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী Yoav Gallant-এর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। আইসিসিতে ইসরায়েল যদি আপিলে সফল হতো, তাহলে এই গ্রেপ্তারি পরোয়ানাগুলো বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল। তবে আপিল খারিজ হওয়ায় তদন্ত কার্যক্রম চালিয়ে যাওয়ার পথ আরও সুগম হলো।
ইসরাইলের আপিল খারিজ করায় আই সি সি বিচারকদের মার্কিন নিষেধাজ্ঞা
