ছবি সংগৃহীত
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজা নামাজ শেষে শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে জাতীয় সংসদ ভবন এলাকায় সাময়িক উত্তেজনার সৃষ্টি হয়। জানাজা শেষ হওয়ার পর বিকেল পৌনে ৩টার দিকে কিছু অতিউৎসাহী ব্যক্তি দৌড়ে সংসদ ভবনের ভেতরে প্রবেশের চেষ্টা করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সংসদ ভবনের পশ্চিম অংশে অবস্থান নেওয়া কয়েকজন শোকাহত ব্যক্তি শৃঙ্খলা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত তাদের বাধা দেয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এবং বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বরগুনা থেকে জানাজায় অংশ নিতে আসা মো. জাহিদ বলেন, কিছু মানুষের এমন আচরণ অনাকাঙ্ক্ষিত ও দায়িত্বজ্ঞানহীন। তার মতে, আজকের মতো বড় জমায়েতের কথা বিবেচনায় নিয়ে সংসদ ভবন এলাকায় আরও বেশি আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা উচিত ছিল। জানা গেছে, শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের পাশেই জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর কবরের নিকটে শরিফ ওসমান হাদিকে দাফন করা হয়। এর আগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তারজানাজা অনুষ্ঠিত হয়। দুপুর ২টা ৩৩ মিনিটে শুরু হওয়া এই জানাজায় দেশের বিভিন্ন জেলা থেকে আসা নানা শ্রেণি–পেশার হাজারো মানুষ অংশ নেন। জানাজা শেষে দুপুর ৩টার দিকে মরদেহবাহী গাড়ি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ এলাকায় পৌঁছায়। শরিফ ওসমান হাদির জানাজার নামাজে ইমামতি করেন তার বড় ভাই আবু বকর সিদ্দিক। জানাজা চলাকালীন পুরো এলাকায় গভীর শোক ও নীরবতার আবহ তৈরি হয়।
ওসমান হাদির জানাজার পর সংসদ ভবনে প্রবেশের চেষ্টা
