ভারত-বাংলাদেশ সীমান্ত ছবি সংগৃহীত
ত্রিপুরায় ভারত–বাংলাদেশ সীমান্ত এলাকায় দায়িত্ব পালনকালে Border বিএসএফ এর এক জওয়ান গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমার মহেষপুর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ৯৭ নম্বর ব্যাটালিয়নে কর্মরত বিএসএফ জওয়ান বিপিন কুমার (বয়স ৩৫) দায়িত্ব পালনকালে গুলিবিদ্ধ হন। আহত অবস্থায় তাকে দ্রুত ধর্মনগর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে আগরতলার জিবি হাসপাতালে পাঠানো হয়। ধর্মনগর মহকুমা হাসপাতালের মেডিকেল অফিসার প্রসূন ভট্টাচার্য সাংবাদিকদের জানান, আহত জওয়ানের শরীরে আগ্নেয়াস্ত্রের দুটি ক্ষত পাওয়া গেছে। তার অবস্থা আশঙ্কাজনক হলেও প্রাথমিক চিকিৎসার পর বর্তমানে কিছুটা স্থিতিশীল রয়েছে। জিবি হাসপাতালে তার চিকিৎসা চলমান রয়েছে। এ বিষয়ে এখন পর্যন্ত বিএসএফের স্থানীয় দফতর বা দিল্লির সদর দফতর থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে বিএসএফকে লক্ষ্য করে কোথা থেকে গুলি ছোড়া হয়েছে, তা নির্ধারণে তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে।
ভারত – বাংলাদেশ সীমান্তে বিএসএফ জওয়ান গুলিবিদ্ধ
