ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা শহরে বাংলাদেশের ডেপুটি হাইকমিশন কার্যালয়ের সামনে কয়েকটি হিন্দুত্ববাদী সংগঠনের বিক্ষোভ চলাকালে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করেছে।বাংলাদেশের ময়মনসিংহে ধর্মঅবমাননার অভিযোগে দীপু চন্দ্র দাসকে গণপিটুনি দিয়ে হত্যার পর মরদেহ পুড়িয়ে দেওয়ার ঘটনার প্রতিবাদে এই সমাবেশের ডাক দেওয়া হয়। মঙ্গলবার সকাল আনুমানিক ১১টার দিকে বিক্ষোভ শুরু হয়। এ সময় বিক্ষোভকারীরা
বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নিপীড়নের অভিযোগ তুলে বিচার দাবি করে নানা স্লোগান দেয়।
ঘটনাস্থলে নিরাপত্তা জোরদার করতে ডেপুটি হাইকমিশন ভবন থেকে প্রায় দুই শত মিটার দূরত্ব পর্যন্ত পুলিশ তিন স্তরের ব্যারিকেড স্থাপন করে। সমাবেশ শুরুর কিছু সময় পর বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধাক্কাধাক্কি শুরু হয়। এক পর্যায়ে প্রথম ব্যারিকেড ভেঙে ফেলতে সক্ষম হয় বিক্ষোভকারীরা। পরে তারা দ্বিতীয় ব্যারিকেডের কাছাকাছি পৌঁছালে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশের হস্তক্ষেপের পর বিক্ষোভকারীদের ডেপুটি হাইকমিশন এলাকা থেকে অন্তত একশো মিটার দূরে আটকে দেওয়া হয় এবং পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসে।
কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনারের সামনে হিন্দুত্ববাদীদের বিক্ষোভ পুলিশের লাঠিচার্জ
