আসন্ন পবিত্র রমজান মাসকে সামনে রেখে খেজুরের দাম সাধারণ মানুষের নাগালে রাখতে সরকার আমদানিতে শুল্ক কমানোর সিদ্ধান্ত নিয়েছে। খেজুরের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা এবং বাজার স্থিতিশীল রাখার উদ্দেশ্যে আমদানি শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এই সুবিধা আগামী ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে।বুধবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টিনিশ্চিত করেছে। এছাড়া, আগের বাজেটে আনাসংশোধনের ধারাবাহিকতায় খেজুরসহ সব ধরনের ফল আমদানিতে অগ্রিম আয়করের হার ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ রাখা হয়েছে। গত বছর ফল আমদানিতে অগ্রিম আয়করে যে ৫০ শতাংশ ছাড় দেওয়া হয়েছিল, তা চলতি বছরেও অপরিবর্তিত রাখা হয়েছে।সরকারের এসব সিদ্ধান্তের ফলে রমজান মাসে খেজুরের বাজারদর সহনীয় পর্যায়ে থাকবে বলে আশা করা হচ্ছে।
