দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর সঙ্গে দেশে এসেছেন স্ত্রী ডা. জুবায়দা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, তাঁরা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স–এর নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট বিজে–২০২ যোগে দেশে ফিরছেন। বিশ্বের জনপ্রিয় ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্রালাইটডার ডটকম ইতোমধ্যেই বিমানটি বাংলাদেশের আকাশসীমায় প্রবেশ করেছে। বিমানটি প্রথমে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর–এ অবতরণের কথা রয়েছে। সেখানে স্বল্প যাত্রাবিরতির পর বৃহস্পতিবার বেলা ১১টা ৪৫ মিনিট থেকে ১২টার মধ্যে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর–এ পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। বাংলাদেশের আকাশসীমায় প্রবেশের পর বৃহস্পতিবার সকালে সামাজিক যোগাযো
গমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন তারেক রহমান। পোস্টে তিনি লেখেন— “দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর বাংলাদেশের আকাশে।” ঢাকায় অবতরণের পর তিনি রাজধানীর পূর্বাচলের জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট এলাকা) দিয়ে যাত্রা করে জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবেন বলে জানা গেছে। এরপর তিনি তাঁর মা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া–কে দেখতে ঢাকার এভারকেয়ারহাসপাতাল–এ যাবেন। উল্লেখ্য, দীর্ঘ সময় প্রবাসে থাকার পর তারেক রহমানের এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও আগ্রহ দেখা দিয়েছে। দলের নেতাকর্মীদের মধ্যেও এ নিয়ে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
