বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান–কে বহনকারী বিমানটি সিলেট থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করেছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১১টার কিছু পর সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে বিমানটি। প্রায় ৫০ মিনিটের আকাশযাত্রা শেষে বেলা ১২টার দিকে ফ্লাইটটির ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর–এ পৌঁছানোর কথা রয়েছে।
এর আগে, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট বিজে–২০২ সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে প্রায় এক ঘণ্টা যাত্রাবিরতি শেষে বিমানটি ঢাকার উদ্দেশে পুনরায় উড্ডয়ন করে।এদিকে, আজ সকালে দেশের আকাশসীমায় প্রবেশের পর তারেক রহমান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন। পোস্টে তিনি লেখেন, “দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর বাংলাদেশের আকাশে।”ঢাকায় পৌঁছানোর পর তারেক রহমান রাজধানীর পূর্বাচলের জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট এলাকা) যাবেন। সেখানে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বক্তব্য দেবেন। সংবর্ধনা শেষে তিনি তার মা ও সাবেকপ্রধানমন্ত্রী খালেদা জিয়া–কে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল পরিদর্শনে যাবেন।
সিলেট থেকে ঢাকার পথে তারেক রহমান
