গত কয়েক বছরে সন্ত্রাসবাদ নিয়ে তেমন উদ্বেগ দেখা যায়নি। তবে চলতি বছরের শেষের কিছু ঘটনা এই বিষয়টিকে আবার সামনে এনেছে এবং ২০২৬ সালে এটি বৈশ্বিক নিরাপত্তার জন্য পুনরায় উদ্বেগের কারণ হতে পারে। দ্রুত বর্ধনশীল কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সম্পর্কিত প্রতিযোগিতাও আগামী বছরে আন্তর্জাতিক উত্তেজনাকে নতুন মাত্রা দিতে পারে। নতুন বিশ্বব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে সেমিকন্ডাক্টর উৎপাদনকারীতাইওয়ান। এ পরিস্থিতিতে চীন ও রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কে কিছু দূরত্ব সৃষ্টি হতে পারে।মধ্যপ্রাচ্যে ইরানের অবস্থান আরও দুর্বল হতে পারে। ইসরায়েলের নীতি ও কূটনৈতিক সম্পর্ক নির্বাচনের মাধ্যমে বদলাতে পারে। ইউরোপে পাঁচ বছরের যুদ্ধের ক্লান্তি রাশিয়া-ইউক্রেন দ্বন্দ্বের ফলাফলের ওপর প্রভাব ফেলতে পারে। একই সময়ে, ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের প্রচেষ্টায় ব্যর্থতা ট্রাম্পের রাজনৈতিকভাবমূর্তিকে প্রভাবিত করতে পারে।সন্ত্রাসবাদ: পুনরায় সক্রিয়বিশ্বের সন্ত্রাসী নেটওয়ার্কগুলো আবার সক্রিয় হচ্ছে। অস্ট্রেলিয়ায় হানুক্কা উৎসবের সময় ইহুদিদের লক্ষ্য করে হামলা হয়েছে। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ইংরেজি নববর্ষের রাতে ভিড়ের মধ্যে বোমা বিস্ফোরণের একটি পরিকল্পনা রোধ করা হয়েছে।সিরিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) সদস্যরা ২০১৯ সালের পর প্রথমবারের মতো দুই আমেরিকান সেনাকে হত্যা করেছে। প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র আইএসের ৭০টির বেশি অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়েছে। যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তারা বলেছেন যে, আইএস এখন আবার গুরত্বপূর্ণ হুমকি হিসেবে ফিরে এসেছে।এআই বিপ্লবএআই এখন এমন পর্যায়ে পৌঁছেছে, যা জাতীয় নীতিতে পরিবর্তন আনতে পারে। যুক্তরাষ্ট্র ও চীন উভয়ই এটিকে অস্তিত্ব রক্ষার প্রতিযোগিতা হিসেবে দেখছে, যা স্নায়ুযুদ্ধের সময়মহাকাশ প্রতিযোগিতার মতো। ২০২৫ সালে চীনের‘ডিপসিকআর১’ এআই মডেল যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতকে উদ্বিগ্ন করেছিল। যদিও পরে ধারাবাহিকতা বজায় রাখতে পারেনি, তবু এটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় নতুন উত্তেজনা সৃষ্টি করেছে।২০২৬ সালে এআই সংক্রান্ত নীতি বিতর্ক ও ভূরাজনৈতিক সংঘাতের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হতে পারে, যা বিশ্ব রাজনীতিকে প্রভাবিত করবে।তাইওয়ান: প্রযুক্তি ও ভূরাজনীতিসম্প্রতি চীনে অনুষ্ঠিত একটি সম্মেলনে রাশিয়া, চীন ও উত্তর কোরিয়ার নেতারা একত্রিত হয়েছিলেন। এই দেশগুলোর লক্ষ্য একটি বিভক্ত বিশ্ব তৈরি করা। তবে তাইওয়ান এই নতুন বিশ্বব্যবস্থায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। চীন তাইওয়ানকে নিজেদের অংশ দাবি করলেও যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে তাইপের সঙ্গে সহযোগিতা করছে।ডোনাল্ড ট্রাম্প তাইওয়ানের জন্য প্রায় ১১ বিলিয়ন ডলারের অস্ত্র সরবরাহ অনুমোদন করেছেন। এতে ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। এ ধরনের পরিস্থিতি বিশ্ব প্রযুক্তি খাত ও
ভূরাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে।ইরান: চ্যালেঞ্জ ও দুর্বলতা২০২৫ সালে মধ্যপ্রাচ্যে ইরান দুর্বল হয়ে পড়েছে। তারা প্রায়শই ‘প্রক্সি নেটওয়ার্ক’ (হিজবুল্লাহ, হামাস, ইরাকি মিলিশিয়া, হুতি) ব্যবহার করত। কিন্তু গত বছর এসব গোষ্ঠীর প্রভাব কমে গেছে। পারমাণবিক কর্মসূচি ও অর্থনৈতিক দুর্বলতার কারণে ২০২৬ সালে ইরানেরঅবস্থান শক্তিশালী হবার কোনো লক্ষণ নেই।ইসরায়েলের নির্বাচন
ইসরায়েল বর্তমানে সংকীর্ণ জোট সরকারের অধীনে চলছে। ডানপন্থি শাসকদের আধিপত্য আরব দেশগুলোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের সুযোগ সীমিত করেছে। ২০২৬ সালে অক্টোবরের মধ্যে নির্বাচন হতে পারে, যা দেশটির নীতিতে বড় পরিবর্তন আনতে পারে।ইউরোপে যুদ্ধের ক্লান্তিফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ পাঁচ বছরের মধ্যে প্রবেশ করবে। দীর্ঘসময়ের যুদ্ধের পর উভয় পক্ষ ক্লান্ত। শান্তি বা রূপান্তরের সুযোগ এ অবস্থায় আসতে পারে। মধ্যস্থতাকারী যুক্তরাষ্ট্রের পদক্ষেপ ভবিষ্যতে এই অঞ্চলে বড় প্রভাব ফেলতে পারে।ভেনেজুয়েলা ও ট্রাম্পের ভাবমূর্তিযুক্তরাষ্ট্রের চেষ্টা ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে ক্ষমতাচ্যুত করার। তবে বাস্তবে এটি খুব কঠিন। মাদুরো ক্ষমতায় থাকলে ট্রাম্পের রাজনৈতিক ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হতে পারে, আর ক্ষমতা হারালে তার প্রভাব শক্তিশালী থাকবে।এইভাবে, ২০২৬ সাল বিশ্ব রাজনীতিতে সন্ত্রাস, এআই প্রতিযোগিতা, তাইওয়ান কেন্দ্রিক ভূরাজনীতি এবং মধ্যপ্রাচ্য ও ইউরোপের পরিস্থিতির মাধ্যমে ক্ষমতার মোড় ঘোরানোর বছর হতে পারে।
২০২৬ সালে বিশ্বে সন্ত্রাস, এ আই ও রাজনৈতিক চ্যালেঞ্জ
