একজন ফিলিস্তিনি ব্যক্তি রাস্তার পাশে জায়নামাজ বিছিয়ে নামাজ আদায় করছিলেন। এ সময় পশ্চিম তেরের একটি এলাকায় ইসরায়েলি সেনাবাহিনীর রিজার্ভ সদস্য তার এটিভি গাড়ি চালিয়ে ওই নামাজরত ব্যক্তিকে ধাক্কা দেন।ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা ব্যাপকভাবে ভাইরাল হয়।ভিডিওতে দেখা যায়, কোমড়ে অস্ত্র বহনকারী সেনা চার চাকার এটিভি গাড়ি নিয়ে নামাজরত ব্যক্তিকে ধাক্কা দেন, ফলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনার পর ইসরায়েলি সেনার চাকরি বাতিল করা হয় এবং তার অস্ত্র বাজেয়াপ্ত করা হয়। তবে ঘটনার শেষ হয়নি, সেনা ধাক্কা দেওয়ার পর ফিলিস্তিনিকে এলাকা থেকে চলে যেতে চিৎকার করে নির্দেশ দেন। পরবর্তীতে ওই ফিলিস্তিনি ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসার পর বড় ধরনের চোট না থাকায় তাকে ছেড়ে দেওয়া হয়।
