স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে দায়িত্বে থাকা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান তার পদ থেকে সরে দাঁড়িয়েছেন। প্রতিমন্ত্রীর মর্যাদায় নির্বাহী ক্ষমতা প্রয়োগকারী এই বিশেষ সহকারীর পদত্যাগপত্র রাষ্ট্রপতি অনুমোদন করেছেন বলে জানানো হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়। তবে কী কারণে তিনি পদত্যাগ করেছেন, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। এর আগে, গত ২৪ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্বপ্রাপ্ত প্রধানউপদেষ্টার আরেক বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী পদত্যাগ করেন।
