ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো–কে আটক করার ঘটনাকে তীব্র ভাষায় নিন্দা জানিয়েছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। তিনি এই ঘটনাকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করেছেন।নববর্ষের প্রথম দিন নিউইয়র্কের মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করা মামদানি বলেন, একটি দেশের রাষ্ট্রপ্রধানকে এভাবে জোরপূর্বক আটক করা কার্যত যুদ্ধসদৃশ আচরণের শামিল। তাঁর মতে, এটি শুধু আন্তর্জাতিক আইন নয়, সংশ্লিষ্ট দেশের আইন ব্যবস্থার সঙ্গেও সাংঘর্ষিক। সংবাদমাধ্যমের তথ্যমতে, প্রেসিডেন্ট মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেস–কে আটক করার ঘটনাতেও তিনি প্রকাশ্যে আপত্তি জানিয়েছেন।প্রতিবেদন অনুযায়ী, আটক হওয়ার প্রায় ১৫ ঘণ্টা পর প্রেসিডেন্ট মাদুরোকে বহনকারী একটি উড়োজাহাজ নিউইয়র্ক সিটি থেকে আনুমানিক ৭০ কিলোমিটার দূরে অবস্থিত স্টুয়ার্ট এয়ার ন্যাশনাল গার্ড বিমানঘাঁটি–তে অবতরণ করে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার বিকেল আনুমানিক পাঁচটার দিকে সেখানে বিমানটি পৌঁছায়।পরবর্তীতে তাঁকে কঠোর নিরাপত্তার মধ্যে নিউইয়র্কের ব্রুকলিনে অবস্থিত মেট্রোপলিটন ডিটেনশন সেন্টার–এ নেওয়া হয় বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে। ধারণা করা হচ্ছে, সেখান থেকে তাঁকে মাদক ওঅস্ত্রপাচারেরঅভিযোগ সংক্রান্ত মামলায় ম্যানহাটন ফেডারেল আদালত–এ হাজির করা হতে পারে।
