ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সম্ভাব্য প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের কার্যক্রম আজ শেষ হচ্ছে। আগামীকাল সোমবার (৫ জানুয়ারি) থেকে যেসব প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে, তারা রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবেন।নির্বাচনী তফসিল অনুযায়ী, দেশের ৩০০টি সংসদীয় আসনে জমা পড়া মনোনয়নপত্রের চূড়ান্ত সংখ্যা আজই নির্ধারিত হবে। যাচাই-বাছাই শেষে মোট কতটি মনোনয়ন বৈধ ও কতটি বাতিল হয়েছে, সে তথ্য প্রকাশ করবে নির্বাচন কমিশন। রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ৫ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত নির্বাচন কমিশনে আপিল করা যাবে। এসব আপিলের শুনানি ও নিষ্পত্তি ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে সম্পন্ন করার কথা রয়েছে।নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, ঢাকা মহানগরের ২০টি সংসদীয় আসনে মোট ২৩৮ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। এর মধ্যে ১৬১ জনের মনোনয়নপত্র বৈধ হিসেবে গৃহীত হয়েছে, আর ৮১ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে।
