বিসিবির কর্মকর্তারা ক্রীড়াঙ্গনের বর্তমান পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক করেছেন। বৈঠকে কী আলোচনা হয়েছে তা এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। তবে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল ভারতে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলোর ভেন্যু পরিবর্তনের আহ্বান জানিয়েছেন। সবকিছুই শুরু হয়েছে মুস্তাফিজকে কলকাতা দল থেকে বাদ দেওয়ার ঘটনা থেকে। ২০২৬ সালের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে। গ্রুপপর্বে বাংলাদেশের সব ম্যাচ ভারতের বিভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত হবে। যদিও শ্রীলঙ্কায়ও কিছু ম্যাচ আছে, বাংলাদেশের গ্রুপপর্বের কোনো ম্যাচ সেখানে নেই। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানিয়েছে, হাতে অল্প সময় থাকায় ভেন্যু পরিবর্তন করা প্রায় অসম্ভব।
বিসিসিআই-এর এক সূত্র এনডিটিভিকে বলেছেন, “হঠাৎ করে কোনো ম্যাচ বদলানো সম্ভব নয়। এটিলজিস্টিকভাবে খুব জটিল। প্রতিপক্ষ দলের বিমান ও হোটেল বুকিংসহ সব বিষয় বিবেচনা করতে হবে।”সূত্রটি আরও জানান, “প্রতিদিন তিনটি ম্যাচ আছে। এর মধ্যে একটি হবে শ্রীলঙ্কায়। প্রতিটি ম্যাচের সম্প্রচার টিমও রয়েছে। তাই শুধু বলা সহজ, করা কঠিন।” এর আগে আসিফ নজরুল এক ফেসবুক পোস্টে উল্লেখ করেছিলেন, “যেখানে বাংলাদেশের একজন ক্রিকেটারও চুক্তি থাকা সত্ত্বেও ভারতে খেলতে পারছেন না, সেখানে পুরো বাংলাদেশ দলের জন্য বিশ্বকাপে নিরাপদ পরিবেশ নিশ্চিত করা কঠিন।”
মুস্তাফিজ ইস্যুতে উত্তাপ ক্রীড়াঙ্গন, নতুন করে যা জানাল ভারত
