ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস-কে অবিলম্বে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে চীন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই দাবি জানানো হয়।
বিবৃতিতে বলা হয়েছে, আটক অবস্থায় মাদুরো ও তার স্ত্রীর নিরাপত্তা নিশ্চিত করার পূর্ণ দায়ভার যুক্তরাষ্ট্রের। পাশাপাশি ভেনেজুয়েলার অভ্যন্তরীণপরিস্থিতিকেঅস্থিতিশীল করার যেকোনো প্রচেষ্টা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে সংকট সমাধানে সংলাপওকূটনৈতিকপথঅনুসরণের ওপর গুরুত্ব আরোপ করেছে বেইজিং।চীনের পক্ষ থেকে আরও সতর্ক করে বলা হয়, বলপ্রয়োগ বা জোরপূর্বক পদক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে, যা পুরো অঞ্চলের স্থিতিশীলতার জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে। এর আগে শনিবার ভোরে যুক্তরাষ্ট্রের বাহিনী ভেনেজুয়েলার রাজধানী কারাকাস-এ অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট ও তার স্ত্রীকে আটক করে। পরে তাদের যুক্তরাষ্ট্রে নিয়ে যাওয়া হয়, যেখানে বর্তমানে তারা একটি ফেডারেল কারাগারে বন্দি রয়েছেন।মার্কিন কর্তৃপক্ষ মাদুরো দম্পতির বিরুদ্ধে মাদক পাচারওঅস্ত্রচোরাচালানসহ একাধিক অভিযোগ উত্থাপন করেছে। এসব অভিযোগের বিষয়ে আনুষ্ঠানিক বিচারিক প্রক্রিয়া শুরুর প্রস্তুতি চলছে বলে জানানো হয়েছে।
নিকোলাস মাদুরোর মুক্তি নিয়ে চীনের বার্তা
