সিলেটসহ দেশের উত্তর-পূর্বাঞ্চলে গভীর রাতে পরপর দুটি ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) ভোররাতে প্রথম ভূমিকম্পটি অনুভূত হয় ৪টা ৪৭ মিনিট ৩৯ সেকেন্ডে। এর প্রায় আধা মিনিট পর, ভোর ৪টা ৪৭ মিনিট ৫২ সেকেন্ডে দ্বিতীয়বার ভূমিকম্পে কেঁপে ওঠে সিলেট ও আশপাশের এলাকা। এই ভূমিকম্পের কম্পন বাংলাদেশের পাশাপাশি ভারতের আসাম রাজ্যেও অনুভূত হয়েছে। পরপর দুটি ভূমিকম্প সংঘটিত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।
সোমবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি জানান, ভোরে সংঘটিত প্রথম ভূমিকম্পটির মাত্রা ছিল ৫.২ এবং দ্বিতীয়টির মাত্রা ছিল ৫.৪। তাঁর মতে, দ্বিতীয় ভূমিকম্পটির উৎপত্তি ঘটে ভারতের আসাম রাজ্যে। তিনি আরও জানান, উভয় ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ভারতের আসাম রাজ্যের রাজধানী গুয়াহাটি-র নিকটবর্তী মরিগাঁও এলাকায়। আন্তর্জাতিক ভূতাত্ত্বিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পগুলোর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে আনুমানিক ৩৫ কিলোমিটার গভীরে। মোস্তফা কামাল পলাশ বলেন, ৫.৪ মাত্রার ভূমিকম্পকে মধ্যম মাত্রার ভূমিকম্প হিসেবে ধরা হয়। এ ধরনের ভূমিকম্পের পর সাধারণত আফটারশক হওয়ার সম্ভাবনা থাকে। তিনি সতর্ক করে বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে বাংলাদেশের ভেতরে অথবা দেশের উত্তর ও পূর্বাঞ্চলের সক্রিয় ফল্ট লাইনের আশপাশে আফটারশক অনুভূত হতে পারে।
এদিকে এখন পর্যন্ত ভূমিকম্পে কোনো ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সাধারণ মানুষকে সতর্ক থাকার এবং প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের আহ্বান জানিয়েছে।