ক্লাব বিশ্বকাপ জয়ের পরও কোচ এনজো মারেস্কা–কে দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে চেলসি। তার পরিবর্তে ক্লাবটির নতুন হেড কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক ইংলিশ ফুটবলার লিয়াম রোজেনিয়র।এর আগে ফ্রান্সের লিগ ওয়ানের ক্লাব স্ট্রাসবার্গ–এর দায়িত্বে থাকা রোজেনিয়র জানিয়েছেন, চেলসির মতো ঐতিহ্যবাহী ও বিশ্বখ্যাত একটি ক্লাবের ডাগআউটে দাঁড়ানোর সুযোগ পাওয়া তার জন্য অত্যন্ত গর্বের। চেলসির সঙ্গে রোজেনিয়রের চুক্তির মেয়াদ ছয় বছর ছয় মাস, যা চলবে ২০৩২ সাল পর্যন্ত। নতুন দায়িত্ব গ্রহণের অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, স্ট্রাসবার্গে তারকাজের প্রতি পূর্ণ মনোযোগ থাকলেও চেলসির মতো একটি বড় ক্লাব থেকে প্রস্তাব পাওয়া তার কোচিং জীবনের অন্যতম সম্মানজনক মুহূর্ত। খেলোয়াড় হিসেবে রোজেনিয়র মূলত লেফট ব্যাক পজিশনে খেলতেন। ক্লাব ক্যারিয়ারে তিনি ফুলহাম, হাল সিটি ও ব্রাইটন অ্যান্ড হোভ আলবিয়ন–এর হয়ে মাঠে নেমেছেন। যদিও ইংল্যান্ড জাতীয় দলে খেলার সুযোগ পাননি, তবে শীর্ষ পর্যায়ের লিগে প্রায় সাড়ে চারশ ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তার।খেলা ছাড়ার পর ২০২২ সালে হাল সিটির হেড কোচ হিসেবে কোচিং ক্যারিয়ার শুরু করেন রোজেনিয়র। সেখানে দুই বছর কাজ করার পর তিনি স্ট্রাসবার্গের দায়িত্ব নেন। তার কোচিংয়ে ফরাসি ক্লাবটি উল্লেখযোগ্য উন্নতি করে—লিগ টেবিলে মধ্যম সারির দল থেকে উঠে এসে নিয়মিত শীর্ষ সাতের মধ্যে অবস্থান ধরে রাখে।চলতি মৌসুমেও স্ট্রাসবার্গ ভালো অবস্থানে থাকলেও সাম্প্রতিক কয়েকটি ম্যাচে জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি
রোজেনিয়র। তবুও তার কৌশলগত দক্ষতা ও দল গঠনের সক্ষমতায় আস্থা রেখে চেলসি কর্তৃপক্ষ দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবেই তাকে নিয়োগ দিয়েছে।
চেলসির নতুন কোচ লিয়াম রোজেনিয়র
