ভিসা বন্ডের আওতায় যুক্ত হলো বাংলাদেশ যুক্তরাষ্ট্র বাংলাদেশসহ বিশ্বের মোট ৩৮টি দেশের নাগরিকদের
জন্য নতুন ভিসা বন্ড ব্যবস্থা চালু করেছে। মঙ্গলবার এসব দেশের নাম যুক্ত করে সিদ্ধান্তটি প্রকাশ করে মার্কিন পররাষ্ট্র দপ্তর। দপ্তরের ভ্রমণসংক্রান্ত ওয়েবসাইটে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে।রয়টার্স–
এর প্রতিবেদনে বলা হয়, আগে ভিসা বন্ড তালিকায় প্রধানত আফ্রিকা, লাতিন আমেরিকা ও দক্ষিণ এশিয়ার কিছু দেশ ছিল। নতুন সিদ্ধান্তের ফলে বাংলাদেশসহ আরও বেশ কয়েকটি দেশ এই তালিকায় যুক্ত হলো।
এই পরিবর্তনের কারণে যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় যেসব দেশের নাগরিকদের সর্বোচ্চ ১৫ হাজার মার্কিন ডলার পর্যন্ত জামানত (ভিসা বন্ড) জমা দিতে হবে, সেই তালিকার পরিসর প্রায় তিন গুণ বেড়েছে। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২২.৩১ টাকা হিসাবে) এই অঙ্ক দাঁড়ায় প্রায় ১৮ লাখ ৩৫ হাজার টাকা। নতুন নিয়ম অনুযায়ী, বাংলাদেশসহ আরও ২৫ দেশের ভ্রমণকারীদের যুক্তরাষ্ট্রে যাওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ ৫ হাজার, ১০ হাজার অথবা ১৫ হাজার ডলার পর্যন্ত বন্ড দিতে হতে পারে। এই সিদ্ধান্ত ২১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর হবে।
পররাষ্ট্র দপ্তর জানায়, তালিকাভুক্ত দেশগুলোরপাসপোর্ট-
ধারীরা যদি বি১/বি২ (ব্যবসা ও পর্যটন) ভিসার জন্য যোগ্য বিবেচিত হন, তবে ভিসা সাক্ষাৎকারের সময়ই বন্ডের পরিমাণ নির্ধারণ করা হবে। আবেদনকারীদের Pay.gov–এর মাধ্যমে বন্ড সংক্রান্ত শর্তে সম্মতি
জানাতে হবে।উল্লেখ্য, এই ভিসা বন্ড নীতি একটি পাইলট কর্মসূচি হিসেবে গত বছরের আগস্টে প্রথম চালু করা হয়। তখন সীমিত কয়েকটি দেশকে অন্তর্ভুক্ত করা হয়েছিল। ভিসা বন্ড তালিকাভুক্ত কয়েকটি দেশবাংলাদেশ ছাড়াও তালিকায় রয়েছে— আলজেরিয়া, অ্যাঙ্গোলা, ভুটান,নেপাল,নাইজেরিয়া,কিউবা,ভেনেজুয়েলা,তানজানিয়া, উগান্ডা, জিম্বাবুয়েসহ আফ্রিকা, এশিয়া ও লাতিন আমেরিকার মোট ৩৮টি দেশ।