তীব্র অর্থনৈতিক সংকটকে কেন্দ্র করে ইরানে টানা ১২ দিন ধরে সরকারবিরোধী বিক্ষোভ চলছে। এই পরিস্থিতিতে দেশজুড়ে ইন্টারনেট সেবা সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা-কে এ তথ্য নিশ্চিত করেছে আন্তর্জাতিক ইন্টারনেট পর্যবেক্ষণ সংস্থা নেটবুক সংস্থাটির তথ্য অনুযায়ী, ইরানের বিভিন্ন এলাকায় শুধু ইন্টারনেট নয়, টেলিযোগাযোগ ব্যবস্থাও গুরুতরভাবে ব্যাহত হচ্ছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) স্থানীয় সময় রাতে রাজধানী তেহরান-এ বড় পরিসরের বিক্ষোভ চলাকালে হঠাৎ করেই ইন্টারনেট সংযোগ অকার্যকর হয়ে পড়ে। এর ফলে দেশের সঙ্গে বহির্বিশ্বের যোগাযোগ প্রায় পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায় ইরান বিশেষ-
জ্ঞদের ধারণা, যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দেওয়ায় পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে এবং জনরোষ আরও বাড়তে পারে। এদিকে, ডিসেম্বরের শেষ দিকে শুরু হওয়া এই আন্দোলন বৃহস্পতিবারে এসে টানা ১২ দিনে গড়িয়েছে। বিভিন্ন মানবাধিকার সংস্থার বরাতে জানা গেছে, এখন পর্যন্ত এসব সহিংসতায় অন্তত ৪৫ জন নিহত হয়েছেন।এই বিক্ষোভ ছড়িয়ে পড়েছে দেশের সব ৩১টি প্রদেশে। প্রায় সাড়ে তিন শতাধিক এলাকায় মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ জানাচ্ছেন, যা সাম্প্রতিক সময়ের অন্যতম বড় গণআন্দোলনে রূপ নিয়েছে।