সৌদি আরব কর্তৃপক্ষ ২০২৬ সালের হজ ব্যবস্থাপনার প্রস্তুতি শুরু করতে ওমরাহ কার্যক্রমের জন্য নির্দিষ্ট সময়সীমা ঘোষণা করেছে। ঘোষণায় জানানো হয়েছে, ওমরাহ ভিসা ইস্যুর শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে ১৯ মার্চ ২০২৬, যা হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী ১ শাওয়াল ১৪৪৭। এর মাধ্যমে রমজান মাসের শেষ ভাগেই ওমরাহ ভিসার আবেদন কার্যক্রম বন্ধ হয়ে যাবে। নির্দেশনা অনুযায়ী, ওমরাহ পালনকারীরা সর্বশেষ ২ এপ্রিল ২০২৬ তারিখের মধ্যে সৌদি আরবে প্রবেশ করতে পারবেন। একই সঙ্গে সকল ওমরাহ যাত্রীকে অবশ্যই ১৮ এপ্রিল ২০২৬ তারিখের মধ্যে দেশ ত্যাগ করতে হবে। হজ মৌসুমের প্রস্তুতি ও লজিস্টিক ব্যবস্থাপনা নির্বিঘ্ন রাখার উদ্দেশ্যেই এই সময়সীমা নির্ধারণ করা হয়েছে। কর্তৃপক্ষ আরও স্পষ্ট করেছে যে, ১৮ এপ্রিলের পর কোনো অবস্থাতেই ওমরাহ ভিসার মেয়াদ বৃদ্ধি করা হবে না। এমনকি সাধারণ নিয়মে ভিসার বৈধতা ৯০ দিন হলেও, হজের মৌসুমি বিশেষ বিধানের কারণে নির্ধারিত সময়ের মধ্যেই সৌদি আরব ত্যাগ করা বাধ্যতামূলক হবে।
২০২৬ সালের হজ কার্যক্রম সম্পন্ন হওয়ার পর পুনরায় ওমরাহ কার্যক্রম চালু করা হবে। ধারণা করা হচ্ছে, ১৪৪৮ হিজরি সনের নতুন ওমরাহ মৌসুম শুরু হতে পারে জুন মাসের মাঝামাঝি সময়ে। চলতি মৌসুমে যারা ওমরাহ আদায়ের পরিকল্পনা করছেন, তাদেরকে ১৯ মার্চের আগেই ভিসা সংক্রান্ত সকল প্রক্রিয়া সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি, যেকোনো ধরনের আইনি জটিলতা এড়াতে নির্ধারিত সময়ের মধ্যে যাতায়াতের টিকিট ও ভ্রমণ পরিকল্পনা চূড়ান্ত করার ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে।