রীতি অনুযায়ী আগামী ২২ জানুয়ারি (বৃহস্পতিবার) সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করবেন তারেক রহমান।
বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই নির্বাচনী প্রচারণা শুরুর ক্ষেত্রে সিলেটের বিশেষ গুরুত্ব রয়েছে। অতীতে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান রাষ্ট্রপতি নির্বাচনের প্রচার শুরু করেছিলেন এই সিলেট থেকেই। একইভাবে ১৯৯১ সাল থেকে প্রতিটি জাতীয় সংসদ নির্বাচনের আগে খালেদা জিয়া সিলেটকে প্রচারণার সূচনাস্থল হিসেবে বেছে নেন। সেই ধারাবাহিকতা বজায় রেখে এবারও মাজার
জিয়ারতের মাধ্যমে নির্বাচনী কার্যক্রম শুরু করতে যাচ্ছেন তারেক রহমান।দলীয় সূত্র জানায়, প্রচার শুরুর প্রথম দিনেই তিনি সিলেটে পৌঁছে মাজার জিয়ারত সম্পন্ন করবেন। এরপর সরাসরি ভোটের মাঠে নামবেন এবং প্রথম নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন। এই জনসভাটি অনুষ্ঠিত হবে সিলেটের আলিয়া মাদরাসা মাঠে। পরে সড়কপথে ঢাকায় ফেরার সময় বিভিন্ন এলাকায় পথসভা ও জনসভায় অংশ নেওয়ার পরিকল্পনা রয়েছে তার। এর অংশ হিসেবে মৌলভীবাজারে একটি জনসভা এবং শ্রীমঙ্গলে একটি নির্বাচনী পথসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে।সিলেট জেলা বিএনপির সভাপতি কাইয়ুম চৌধুরী গণমাধ্যমকে জানান, মাজার জিয়ারত শেষে সকাল ১১
টায় আলিয়া মাদরাসা মাঠে দলের চেয়ারম্যান প্রথম নির্বাচনী সমাবেশে বক্তব্য দেবেন। তার আগমনকে কেন্দ্র করে সিলেট জেলায় ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রায় দুই দশকেরও বেশি সময় পর তারেক রহমান সিলেট সফরে আসছেন—এ কারণে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও আগ্রহ দেখা যাচ্ছে।
বাবার রীতিতে শাহজালাল মাজার থেকেই ভোটের প্রচার শুরু করবেন তারেক রহমান
