ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর জন্য বছরের শুরুটা সহজ ছিল না। পিএসএলভি-সি৬২ মিশন তৃতীয় ধাপে গিয়ে ব্যর্থ হয়েছে। যদিও রকেটটি সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছিল, যান্ত্রিক ত্রুটির কারণে এতে থাকা ১৫টি স্যাটেলাইট কক্ষপথে পৌঁছাতে পারেনি।
সোমবার (১২ জানুয়ারি) সকালে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে রকেটটি উৎক্ষেপণ করা হয়। প্রথম এবং দ্বিতীয় ধাপ ঠিকঠাকভাবে সম্পন্ন হলেও তৃতীয় ধাপে সমস্যা দেখা দেয়। রকেটের তৃতীয় ধাপ জ্বলে ওঠার পরই মিশন কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এর ফলে এই রকেটে থাকা সব উপগ্রহ হারিয়ে গেছে।দেশীয় সংবাদমাধ্যমের তথ্যঅনুযায়ী, ২৬০ টনের পিএসএলভি ভারতের স্থানীয় সময় সকাল ১০টা ১৭ মিনিটে আকাশে উড্ডয়ন করে। ইসরোর কাছে এটি ৯০ শতাংশের বেশি সাফল্যের হার নিয়ে পরিচিত রকেট, কিন্তু সম্প্রতি ঘটে যাওয়া এই ব্যর্থতা সুনামের ক্ষতি করেছে।ইসরোর চেয়ারম্যান ভি নারায়ণন জানি-
য়েছেন, তৃতীয় ধাপের রকেটের কর্মক্ষমতা প্রথমে স্বাভাবিক ছিল। পরে ঘূর্ণনগতিতে অস্বাভাবিকতা লক্ষ্য করা যায় এবং উড়ানের পথভ্রষ্ট হওয়ার বিষয়টি দেখা যায়। তারা এই মুহূর্তে তথ্য বিশ্লেষণ করছে এবং পরে ব্যর্থতার কারণ বিস্তারিতভাবে জানানো হবে।
বছরের শুরুতেই বড় ধাক্কা খেল ভারত
